মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬০২
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৬০২। হযরত আবু সাঈদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার উম্মতের কোন ব্যক্তি এমন হইবে, যে বিরাট একটি দলের জন্য সুপারিশ করিবে, কেহ একটি গোত্রের জন্য সুপারিশ করিবে। আবার কেহ আপন আত্মীয়-স্বজনের জন্য সুপারিশ করিবে, আবার কেহ শুধু একটি লোকের জন্য সুপারিশ করিবে। অবশেষে আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করিবে। —তিরমিযী
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَبِي سَعِيدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ مِنْ أُمَّتِي مَنْ يَشْفَعُ لِلْقَبِيلَةِ وَمِنْهُمْ مَنْ يَشْفَعُ لِلْعُصْبَةِ وَمِنْهُمْ مَنْ يَشْفَعُ لِلرَّجُلِ حَتَّى يَدْخُلُوا الْجَنَّةَ» رَوَاهُ التِّرْمِذِيُّ
হাদীসের ব্যাখ্যা:
এই সমস্ত সুপারিশকারীগণ হইবেন আল্লাহর নিকট মর্যাদার অনুপাতে ক্রমাগত সিদ্দীক নেককার বান্দাগণ।