মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬১২
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬১২। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আল্লাহ তা'আলা এরশাদ করিয়াছেন : “আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন সব জিনিস প্রস্তুত রাখিয়াছি, যাহা কখনও কোন চক্ষু দেখে নাই; কোন কান কখনও শুনে নাই এবং কোন অন্তঃকরণ যাহা কখনও কল্পনাও করে নাই।" (তিনি বলিলেন,) ইহার সত্যতা প্রমাণে তোমরা ইচ্ছা করিলে এই আয়াতটি তেলাওয়াত করিতে পার। (অর্থাৎ) "এতভিন্ন তাহাদের জন্য চক্ষু শীতলকারী আনন্দদায়ক যেই সমস্ত সামগ্রী গোপন রাখা হইয়াছে, কোন প্রাণীরই উহার খবর নাই।” –– মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
بَاب صفةالجنة وَأَهْلهَا: الْفَصْل الأول
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ اللَّهُ تَعَالَى: أَعْدَدْتُ لِعِبَادِيَ الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بشر. واقرؤوا إِنْ شِئْتُمْ: (فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّة عين) مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

'জান্নাতের' আভিধানিক অর্থ, গোপন বা অদৃশ্য, ঘন বৃক্ষের ছায়াদার বাগান। ইসলামী পরিভাষায়, আল্লাহ পাক নেককার বান্দাদের জন্য যে শান্তিময় বাসস্থান করিয়া রাখিয়াছেন, উহাকে জান্নাত বা বেহেশত বলা হয়। সেই স্থানটি মানুষের দৃষ্টি হইতেও অদৃশ্য এবং গাছ-বৃক্ষ দ্বারা আচ্ছাদিত, তাই উহাকে জান্নাত বলা হয়। উহার প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমান বিলগায়বের অন্তর্ভুক্ত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান