মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬১৯
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬১৯। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ প্রথম যেই দল বেহেশতে প্রবেশ করিবে, পূর্ণিমা রজনীর চাদের ন্যায় (উজ্জ্বল ও সুন্দর রূপ ধারণ করিয়াই তাহারা প্রবেশ করিবে। আর তাহাদের পরবর্তী যেই দল যাইবে, তাহারা হইবে আকাশের সমুজ্জ্বল তারকার ম্যায় চমকদার, জান্নাতবাসী সকলের অন্তর এক ব্যক্তির অন্তরের ন্যায় হইবে। তাহাদের মধ্যে কোন কোন্দল থাকিবে না এবং কোন হিংসা বিদ্বেষও থাকিবে না। তাহাদের প্রত্যেকের জন্য হুরে ঈন হইতে দুই দুই জন স্ত্রী থাকিবে। সৌন্দর্যের দরুন তাহাদের হাড় ও মাংসের উপর হইতে নলার ভিতরের মজ্জা দেখা যাইবে। তাহারা সকাল-সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনায় রত থাকিবে। তাহারা কখনও রোগাক্রান্ত হইবে না। তাহাদের পেশাব হইবে না, পায়খানাও করিবে না, থুথু ফেলিবে না, নাক দিয়া শ্লেষ্মা করিবে না। তাহাদের পাত্রসমূহ হইবে সোনা-রূপার। আর তাহাদের চিরুনি হইবে স্বর্ণের এবং তাহাদের খুনীর জালানি হইবে আগরের, তাহাদের গায়ের ধর্ম হইবে কস্তুরীর মত (সুগন্ধি)। তাহাদের স্বভাব হইবে এক ব্যক্তির ন্যায়, শারীরিক গঠন অবয়বে হইবে তাহাদের পিতা আদম (আঃ)-এর ন্যায়; উচ্চতায় ঘাট গজ লম্বা। —মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَن أبي هُرَيْرَة قا ل: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَوَّلَ زُمْرَةٍ يَدْخُلُونَ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ كَأَشَدِّ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ إِضَاءَةً قُلُوبُهُمْ عَلَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ لَا اخْتِلَافَ بَيْنَهُمْ وَلَا تَبَاغُضَ لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ زَوْجَتَانِ مِنَ الْحُورِ الْعِينِ يُرَى مُخُّ سُوقِهِنَّ مِنْ وَرَاءِ الْعَظْمِ وَاللَّحْمِ مِنَ الْحُسْنِ يُسَبِّحُونَ اللَّهَ بُكْرَةً وَعَشِيًّا لَا يَسْقَمُونُ وَلَا يَبُولُونَ وَلَا يَتَغَوَّطُونَ وَلَا يَتْفُلُونَ وَلَا يَتَمَخَّطُونَ آنِيَتُهُمُ الذَّهَبُ وَالْفِضَّةُ وَأَمْشَاطُهُمُ الذَّهَبُ وَوَقُودُ مَجَامِرِهِمُ الْأَلُوَّةُ وَرَشْحُهُمُ الْمِسْكُ عَلَى خُلُقِ رَجُلٍ وَاحِدٍ عَلَى صُورَةِ أَبِيهِمْ آدَمَ ستونَ ذِرَاعا فِي السَّمَاء. رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান