মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬২৪
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬২৪। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: নিশ্চয়ই জান্নাতবাসীগণ তাহাদের উর্ধ্বের বালাখানার বাসিন্দাগণকে এমনিভাবে দেখিতে পাইবে, যেমনিভাবে আকাশের পূর্ব কিংবা পশ্চিম দিগন্তে তোমরা একটি উজ্জ্বল নক্ষত্র দেখিতে পাও। তাহাদের মধ্যে মর্যাদার পার্থক্যের কারণে এইরূপ হইবে। সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্। উহা তো হইবে আম্বিয়ায়ে কেরামদেরই স্থান, অন্যেরা তো সেইখানে পৌঁছিতে পারিবে না। রাসূলুল্লাহ্ (ছাঃ) বলিলেন, না, বরং সেই সত্তার কসম, যাঁহার হাতে আমার প্রাণ। যেই সমস্ত লোকেরা আল্লাহর প্রতি ঈমান আনিবে এবং রাসূলগণের সত্যতা স্বীকার করিবে, তাহারাও সেইখানে পৌঁছিতে সক্ষম হইবে। -মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيُّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَهْلَ الْجَنَّةِ يَتَرَاءَوْنَ أَهْلَ الْغُرَفِ مِنْ فَوْقِهِمْ كَمَا تَتَرَاءَوْنَ الْكَوْكَبَ الدُّرِّيَّ الْغَابِرَ فِي الْأُفُقِ مِنَ الْمَشْرِقِ أَو الْمَغْرِبِ لِتَفَاضُلِ مَا بَيْنَهُمْ» قَالُوا يَا رَسُولَ اللَّهِ تِلْكَ مَنَازِلُ الْأَنْبِيَاءِ لَا يَبْلُغُهَا غَيْرُهُمْ قَالَ: «بَلَى وَالَّذِي نَفْسِي بِيَدِهِ رِجَالٌ آمَنُوا باللَّهِ وصدَّقوا الْمُرْسلين» . مُتَّفق عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান