মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬২৯
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬২৯। হযরত উতবা ইবনে গাওয়ান (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আমাদের সম্মুখে (রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস) বর্ণনা করা হয় যে, যদি জাহান্নামের উপরের কিনারা হইতে একটি পাথর নিক্ষেপ করা হয়, উহা সত্তর বৎসরেও দোযখের গভীর তলদেশ পর্যন্ত পৌঁছিতে পারিবে না। আল্লাহর কসম! দোযখের এই গভীরতা (কাফের মুশরিক, জিন ও মানব দ্বারা) পরিপূর্ণ করা হইবে এবং ইহাও বর্ণনা করা হয় যে, বেহেশতের দরওয়াজার উভয় কপাটের মধ্যবর্তী জায়গা চল্লিশ বৎসরের দূরত্ব হইবে। নিশ্চয় একদিন এমন আসিবে যে, (তাহার অধিবাসী দ্বারা) উহাও ভরপুর হইয়া যাইবে। —মুসলিম
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ عُتْبَةَ بْنِ غَزْوَانَ قَالَ: ذُكِرَ لَنَا أَنَّ الْحَجَرَ يُلْقَى مِنْ شَفَةِ جَهَنَّمَ فَيَهْوِي فِيهَا سَبْعِينَ خَرِيفًا لَا يُدْرِكُ لَهَا قَعْرًا وَاللَّهِ لَتُمْلَأَنَّ وَلَقَدْ ذُكِرَ لَنَا أَنَّ مَا بَيْنَ مِصْرَاعَيْنِ مِنْ مَصَارِيعِ الْجَنَّةِ مَسِيرَةُ أَرْبَعِينَ سَنَةً وَلَيَأْتِيَنَّ عَلَيْهَا يَوْمٌ وَهُوَ كَظِيظٌ مِنَ الزحام . رَوَاهُ مُسلم



رواہ مسلم (14 / 2967)، (7435) ۔

(صَحِيح)
tahqiqতাহকীক:তাহকীক চলমান