মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬৩৫
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬৩৫। হযরত আবু সাঈদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের দিন সর্বপ্রথম যেই দলটি বেহেশতে প্রবেশ করিবে, তাহাদের চেহারার জ্যোতি হইবে পূর্ণিমার রাত্রের চন্দ্রের ন্যায় জ্যোতির্ময়। আর দ্বিতীয় দলটির চেহারা হইবে আকাশের সর্বাধিক উজ্জ্বল নক্ষত্রের মত ঝকঝকে। তথায় প্রত্যেক ব্যক্তির জন্য দুই দুই জন করিয়া বিবি থাকিবে, তাহাদের প্রত্যেক বিবির পরিধানে সত্তর জোড়া কাপড় থাকিবে, যাহাদের পায়ের নলার মজ্জা কাপড়ের উপর দিয়া দেখা যাইবে। —তিরমিযী
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَوَّلَ زُمْرَةٍ يَدْخُلُونَ الْجَنَّةَ يَوْمَ الْقِيَامَةِ ضَوْءُ وُجُوهِهِمْ عَلَى مِثْلِ ضَوْءِ القمرِ ليلةَ البدْرِ وَالزُّمْرَةُ الثَّانِيَةُ عَلَى مِثْلِ أَحْسَنِ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ لِكُلِّ رَجُلٍ مِنْهُمْ زَوْجَتَانِ عَلَى كُلِّ زَوْجَةٍ سَبْعُونَ حُلَّةً يُرَى مُخُّ سَاقِهَا من وَرَائِهَا» . رَوَاهُ التِّرْمِذِيّ