মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬৪৫
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬৪৫। হযরত সালেম তাঁহার পিতা [ইবনে উমর (রাঃ)] হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার উম্মত বেহেশতের যেই দ্বার দিয়া প্রবেশ করিবে, উহার প্রশস্ততা হইবে উত্তম অশ্বারোহীর তিন দিন অথবা তিন বৎসরের পথের দূরত্ব। এতদসত্ত্বেও দরজা অতিক্রমের সময় এত ভীড় হইবে যে, ধাক্কার চোটে তাহাদের কাঁধ ভাঙ্গিয়া যাওয়ার উপক্রম হইবে। —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি যঈফ। তিনি আরও বলেন, আমি মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রহঃ)-কে অত্র হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি হাদীসটি সম্পর্কে অবগত নন বলিয়া ব্যক্ত করিয়াছেন এবং বলিয়াছেন, অধস্তন রাবী ইয়াদ ইবনে আবু বকর মুনকার হাদীস বর্ণনা করেন।
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَن سَالم عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَابُ أُمَّتِي الَّذِينَ يَدْخُلُونَ مِنْهُ الْجَنَّةَ عَرْضُهُ مَسِيرَةُ الرَّاكِبِ الْمُجَوِّدِ ثَلَاثًا ثُمَّ إِنَّهُمْ لَيُضْغَطُونَ عَلَيْهِ حَتَّى تَكَادُ مَنَاكِبُهُمْ تَزُولُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ هَذَا حَدِيثٌ ضَعِيفٌ وَسَأَلْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ عَنْ هَذَا الْحَدِيثِ فَلَمْ يَعْرِفْهُ وَقَالَ: خَالِد بن أبي بكر يروي الْمَنَاكِير