মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬৫৩
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬৫৩। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী (ﷺ) কথাবার্তা বলিতেছিলেন। এই সময় তাঁহার কাছে একজন গ্রাম্য বেদুইন উপস্থিত ছিল। নবী (ﷺ) বলিলেনঃ জান্নাতবাসী এক ব্যক্তি তথায় কৃষিকাজ করিবার জন্য তাহার পরওয়ারদিগারের কাছে অনুমতি চাহিবে। তখন আল্লাহ্ তা'আলা তাহাকে বলিবেনঃ তোমার যাহাকিছুর প্রয়োজন তাহা কি তোমার কাছে নাই ? সে বলিবে, হ্যাঁ, তবে আমি কৃষিকাজ ভালবাসি। অতঃপর সে বীজ বপন করিবে এবং চক্ষুর পলকে তাহা অঙ্কুরিত হইবে, পোক্ত হইবে এবং ফসল কাটা হইবে। এমন কি পাহাড়ের পরিমাণ স্তূপ হইয়া যাইবে। তখন আল্লাহ্ তা'আলা বলিবেনঃ হে আদম সন্তান! লইয়া যাও, কোন কিছুতেই তোমার তৃপ্তি হয় না। তখন গ্রাম্য বেদুইন লোকটি বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহর কসম! দেখিবেন, সে হয়তো কোন কোরাইশী অথবা আনসার গোত্রীয় লোক হইবে। কেননা, তাহারাই কৃষিকাজ করিয়া থাকে। আর আমরা তো কৃষিকাজ করি না। তাহার কথা শুনিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) হাসিয়া দিলেন। —বুখারী
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَحَدَّثُ - وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ -: إِنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْجَنَّةِ اسْتَأْذَنَ رَبَّهُ فِي الزَّرْعِ. فَقَالَ لَهُ: أَلَسْتَ فِيمَا شِئْتَ؟ قَالَ: بَلَى وَلَكِنْ أُحِبُّ أَنْ أَزْرَعَ فَبَذَرَ فَبَادَرَ الطَّرْفَ نَبَاتُهُ وَاسْتِوَاؤُهُ وَاسْتِحْصَادُهُ فَكَانَ أَمْثَالَ الْجِبَالِ. فَيَقُولُ اللَّهُ تَعَالَى: دُونَكَ يَا ابْن آدم فَإِنَّهُ يُشْبِعُكَ شَيْءٌ . فَقَالَ الْأَعْرَابِيُّ: وَاللَّهِ لَا تَجِدُهُ إِلَّا قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ وَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ فَضَحِكَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ الْبُخَارِيُّ