মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬৬৪
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার দর্শনলাভ
৫৬৬৪। হযরত জাবের (রাঃ) বলেন, নবী (ﷺ) বলিয়াছেনঃ বেহেশ্ববাসীগণ যখন তাহাদের আনন্দ উপভোগে লিপ্ত থাকিবে, এমন সময় হঠাৎ তাহাদের উপর একটি আলো চমকিত হইবে, তখন তাহারা মাথা তুলিয়া সেই দিকে তাকাইয়া দেখিবে, রাব্বুল আলামীন উপর হইতে তাহাদের প্রতি লক্ষ্য করিয়া আছেন। সে সময় আল্লাহ্ বলিবেনঃ হে জান্নাতবাসীগণ! আসসালামু আলাইকুম (তোমরা আরামে ও নিরাপদে থাক।) আল্লাহর কালামে سَلَامٌ قَوْلًا مِنْ رَبٍّ رحيمٍ দ্বারা এই সময়ের ও অবস্থার দিকে ইংগিত করা হইয়াছে। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন; আল্লাহ্ জান্নাতীদের দিকে এবং জান্নাতীগণ আল্লাহর দিকে তাকাইবে, ফলে তাহারা আল্লাহর দর্শন হইতে চক্ষু ফিরাইয়া অন্য কোন নেয়ামতের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিবে না এবং আল্লাহ্ আড়াল হইয়া যাওয়া পর্যন্ত এক দৃষ্টিতে শুধু সেই দিকে চাহিয়া থাকিবে, অবশেষে কেবলমাত্র তাঁহার নূরই বাকী থাকিবে। — ইবনে মাজাহ্
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ جَابِرٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: بَيْنَا أَهْلُ الْجَنَّةِ فِي نَعِيمِهِمْ إِذْ سَطَعَ نورٌ فَرفعُوا رؤوسَهم فَإِذَا الرَّبُّ قَدْ أَشْرَفَ عَلَيْهِمْ مِنْ فَوْقِهِمْ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْجَنَّةِ قَالَ: وَذَلِكَ قَوْلُهُ تَعَالَى (سَلَامٌ قَوْلًا مِنْ رَبٍّ رحيمٍ) قَالَ: فَيَنْظُرُ إِلَيْهِمْ وَيَنْظُرُونَ إِلَيْهِ فَلَا يَلْتَفِتُونَ إِلَى شَيْءٍ مِنَ النَّعِيمِ مَا دَامُوا يَنْظُرُونَ إِلَيْهِ حَتَّى يَحْتَجِبَ عَنْهُمْ وَيَبْقَى نُورُهُ وَبَرَكَتُهُ عَلَيْهِم فِي دِيَارهمْ . رَوَاهُ ابْن مَاجَه