মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬৭৮
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা
৫৬৭৮। হযরত আবু সাঈদ (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) আল্লাহ্ তা'আলার বাণী— كَالْمهْلِ এর ব্যাখ্যায় বলিয়াছেনঃ উহা যয়তুন তেলের নীচের তপ্ত গাদের ন্যায়। যখন উহা তাহার মুখের কাছে নেওয়া হইবে, তখন গরম উত্তাপে তাহার মুখের চামড়া-মাংস উহাতে খসিয়া পড়িবে। —তিরমিযী
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي قَوْله: (كَالْمهْلِ) أَيْ كَعَكَرِ الزَّيْتِ فَإِذَا قُرِّبَ إِلَى وَجْهِهِ سَقَطت فَرْوَة وَجهه فِيهِ رَوَاهُ التِّرْمِذِيّّّّّّّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান