মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬৮৮
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা
৫৬৮৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনুল আস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যদি একখানা সীসার এইরূপ গ্লোব—এই কথা বলিয়া তিনি মাথার খুলির ন্যায় গোল জিনিসের প্রতি ইংগিত করিলেন—আকাশ হইতে যমীনের দিকে ছাড়িয়া দেওয়া হয়, তখন উহা একটি রাত্র অতিক্রান্ত হওয়ার পূর্বেই যমীনে পৌঁছিয়া যাইবে, অথচ এই দুইয়ের মধ্যবর্তী শূন্য স্থানটি পাঁচ শত বৎসরের রাস্তা। কিন্তু যদি উহাকে ঐ শিকল বা জিঞ্জিরের এক পার্শ্ব হইতে ছাড়িয়া দেওয়া হয়, যাহার দ্বারা দোযখীদিগকে বাঁধা হইবে, তখন উহা দিবা-রাত্র অতিক্রম করিতে করিতে চল্লিশ বৎসর পর্যন্তও উহার মূলে অথবা বলিয়াছেন; উহার গভীর তলদেশে পৌঁছিতে পারিবে না। —তিরমিযী
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَنَّ رَصَاصَةً مِثْلَ هَذِهِ - وَأَشَارَ إِلَى مِثْلِ الْجُمْجُمَةِ - أُرْسِلَتْ مِنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ وَهِيَ مَسِيرَةُ خَمْسِمِائَةِ سَنَةٍ لَبَلَغَتِ الْأَرْضَ قَبْلَ اللَّيْلِ وَلَوْ أَنَّهَا أُرْسِلَتْ مِنْ رَأْسِ السِّلْسِلَةِ لَسَارَتْ أَرْبَعِينَ خَرِيفًا اللَّيْلَ وَالنَّهَارَ قَبْلَ أنْ تبلع أَصْلهَا أَو قعرها» رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
এখানে ‘জাহান্নাম' শব্দটি হাদীসে উল্লেখ না থাকিলেও হাদীসের ভাষ্য হইতে বুঝা যাইতেছে যে, উক্ত গভীরতাটি দোযখ সম্পর্কে বলা হইয়াছে।