মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬৯১
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা
৫৬৯১। হযরত আব্দুল্লাহ্ ইবনে হারেস ইবনে জাযয়ে (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দোযখের মধ্যে খোরাসানী উটের ন্যায় বিরাট বিরাট সাপ আছে, সেই সাপের একটি একবার দংশন করিলে উহার বিষ ও ব্যথার ক্রিয়া চল্লিশ বৎসর পর্যন্ত অনুভব করিবে। আর জাহান্নামের মধ্যে এমন সব কিছু আছে, যাহা পালান বাধা খচ্চরের মত। ইহার একটি একবার দংশন করিলে উহার বিষ-ব্যথার ক্রিয়াও চল্লিশ বৎসর পর্যন্ত অনুভব করিবে। — হাদীস দুইটি আহমদ রেওয়ায়ত করিয়াছেন
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ فِي النَّارِ حَيَّاتٍ كَأَمْثَالِ الْبُخْتِ تَلْسَعُ إِحْدَاهُنَّ اللَّسْعَةَ فَيَجِدُ حَمْوَتَهَا أَرْبَعِينَ خَرِيفًا وَإِنَّ فِي النَّارِ عَقَارِبَ كَأَمْثَالِ الْبِغَالِ الْمُؤْكَفَةِ تَلْسَعُ إِحْدَاهُنَّ اللَّسْعَةَ فَيَجِدُ حَمْوَتَهَا أَرْبَعِينَ خَرِيفًا» . رَوَاهُمَا أَحْمد