মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৭০২
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭০২। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আল্লাহ্ তা'আলা যখন বেহেশতে আদমের দেহ-আকৃতি তৈয়ার করিলেন এবং যতদিন ইচ্ছা আল্লাহ্ তা'আলা এই অবস্থায় রাখিয়া দিলেন, তখন ইবলীস উক্ত আকৃতির চতুষ্পার্শ্বে ঘোরা-ফেরা করিতে এবং উহার প্রকৃতি পর্যবেক্ষণ করিতে লাগিল। অতঃপর যখন সে দেখিতে পাইল উহার মধ্যস্থল শূন্য, তখন সে বুঝিতে পারিল যে, ইহা এমন একটি মাখলুক ; যে নিজেকে আয়ত্তে রাখিতে পারিবে না। মুসলিম
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَمَّا صَوَّرَ اللَّهُ آدَمَ فِي الْجَنَّةِ تَرَكَهُ مَا شَاءَ أَنْ يَتْرُكَهُ فَجَعَلَ إِبْلِيسُ يُطِيفُ بِهِ يَنْظُرُ مَا هُوَ فَلَمَّا رَآهُ أَجْوَفَ عَرَفَ أَنَّهُ خُلِقَ خَلْقًا لَا يتمالَكُ» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
বহু হাদীস হইতে জানা যায় যে, হযরত আদমকে এই মাটির পৃথিবীতে তৈয়ার করা হইয়াছে এবং পরে জীবন দান করিয়া জান্নাতে প্রবেশ করান হইয়াছে। কোরআনের আয়াত হইতেও ইহার সমর্থন পাওয়া যায়। সুতরাং অনেকের মতে হাদীসে বর্ণিত فِي الْجَنَّةِ দ্বারা তাঁহার সৃষ্টির পরবর্তী অবস্থান ব্যক্ত করা হইয়াছে।