মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৭০৯
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭০৯। অপর এক বর্ণনায় হযরত আবু সাঈদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ছাঃ) বলিয়াছেনঃ তোমরা নবীদের পরস্পরের মধ্যে একজনকে আরেকজনের উপর প্রাধান্য দিও না। —মোত্তাঃ আর আবু হোরায়রা (রাঃ)-এর অপর এক বর্ণনায় আছে—নবী (ছাঃ) বলিয়াছেনঃ তোমরা নবীদের মধ্যে একজনকে আরেকজনের উপর মর্যাদা প্রদান করিও না।
كتاب أحوال القيامة وبدء الخلق
وَفِي رِوَايَةِ أَبِي سَعِيدٍ قَالَ: «لَا تُخَيِّرُوا بَيْنَ الْأَنْبِيَاءِ» . مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةِ أَبِي هُرَيْرَة: «لَا تفضلوا بَين أَنْبيَاء الله»