মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৭২২
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭২২। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমি দুনিয়া এবং আখেরাতে ঈসা ইবনে মারইয়ামের সবচাইতে বেশী নিকটতম। নবীগণ পরস্পরে 'আল্লাতী ভাই', তাহাদের মা ভিন্ন ভিন্ন এবং তাহাদের দ্বীন এক। আর আমার ও তাঁহার মাঝখানে কোন নবী নাই। – মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا أَوْلَى النَّاسِ بِعِيسَى بن مَرْيَمَ فِي الْأُولَى وَالْآخِرَةِ الْأَنْبِيَاءُ أُخْوَةٌ مِنْ عَلَّاتٍ وَأُمَّهَاتُهُمْ شَتَّى وَدِينُهُمْ وَاحِدٌ وَلَيْسَ بَيْنَنَا نَبِي» . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
‘আল্লাতী ভাই' দ্বারা বুঝান হইয়াছে যে, নবীগণের শরীঅত ভিন্ন ভিন্ন রহিয়াছে এবং তাহাদের বাপ এক। অর্থাৎ, সকলের দ্বীনের মৌলিক বিষয় একই, ইহাতে কোন পার্থক্য নাই।