মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৭২৩
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭২৩। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেনঃ প্রতিটি আদম সন্তান জন্মলাভকালে শয়তান অঙ্গুলী দ্বারা তাহার পার্শ্বস্থলে খোঁচা দেয় ঈসা ইবনে মারইয়াম ব্যতীত। শয়তান তাঁহাকে খোঁচা দিতে গেলে তখন শুধু তাঁহার আবরণে খোঁচা দিতে সক্ষম হয় (তাহার শরীরে আঘাত করিতে পারে নাই)। —মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ بَنِي آدَمَ يَطْعَنُ الشَّيْطَانُ فِي جَنْبَيْهِ بِإِصْبَعَيْهِ حِينَ يُوَلَدُ غَيْرَ عِيسَى بْنِ مَرْيَمَ ذَهَبَ يَطْعَنُ فَطَعَنَ فِي الْحِجَابِ» . مُتَّفَقٌ عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

হযরত মারইয়ামের মাতার দো'আর বরকতে আল্লাহ তা'আলা হযরত ঈসা (আঃ)-কে শয়তানের খোঁচা হইতে হেফাযতে রাখেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান