মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৭২৪
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭২৪। হযরত আবু মুসা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : পুরুষদের মধ্যে অনেকেই কামেল হইয়াছেন, কিন্তু নারীদের মধ্যে ইমরানের কন্যা মারইয়াম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া ব্যতীত আর কেহই কামেল হন নাই। তিনি আরও বলিয়াছেন; সকল নারীর উপর আয়েশার মর্যাদা এমন, যেমন সর্ব-রকমের খাদ্য-সামগ্রীর উপর ‘সারীদের মর্যাদা। —মোত্তাঃ আর হযরত আনাসের হাদীস يَا خَيْرَ الْبَرِيَّةِ এবং আবু হোরায়রার হাদীস أَيُّ النَّاسِ أَكْرَمُ আর ইবনে উমরের হাদীস الْكَرِيم بن الْكَرِيمِ মুফাখারাত ও আছা বিয়্যাত অধ্যায়ে উল্লেখ করা হইয়াছে।
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَبِي مُوسَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كَمُلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ وَلَمْ يَكْمُلْ مِنَ النساءِ إِلا مريمُ بنتُ عِمْرَانَ وَآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ وَفَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ» . مُتَّفَقٌ عَلَيْهِ وَذَكَرَ حَدِيثَ أَنَسٍ: «يَا خَيْرَ الْبَرِيَّةِ» . وَحَدِيثَ أَبِي هُرَيْرَةَ: «أَيُّ النَّاسِ أَكْرَمُ» وَحَدِيثُ ابْن عمر: الْكَرِيم بن الْكَرِيمِ: «. فِي» بَابِ الْمُفَاخَرَةِ وَالْعَصَبِيَّةِ

হাদীসের ব্যাখ্যা:

রুটিকে টুকরা টুকরা করত গোশতের শুরবার মধ্যে ভিজাইয়া খাওয়াকে ‘সারীদ’ বলে। আরবদের কাছে ইহা অতীব প্রিয় এবং উত্তম খাদ্যের মধ্যে গণ্য হইত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান