মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৭২৭
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭২৭। হযরত জুবাইর ইবনে মুতয়িম (রাঃ) বলেন, একদা একজন গ্রাম্য বেদুইন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিয়া বলিল, লোকেরা অসহনীয় দুঃখে নিপতিত হইয়াছে। পরিবার-পরিজন ক্ষুধার্ত, মাল-সম্পদ ধ্বংসের উপক্রম এবং গবাদিপশুসমূহ মৃত্যুমুখে পতিত হইয়াছে। সুতরাং আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করুন। আমরা আপনাকে আল্লাহর নিকট উসীলা বানাইতেছি এবং আল্লাহকে আপনার নিকট শাফা'আতকারী হিসাবে সাব্যস্ত করিতেছি। তাহার কথা শুনিয়া নবী (ﷺ) বলিলেনঃ আল্লাহ্ তা'আলা অতি পবিত্র। আল্লাহ তা'আলা মহাপবিত্র। তিনি এই বাক্যটি বারবার উচ্চারণ করিতে থাকিলেন, এমন কি তাঁহার চেহারা মুবারকের বর্ণ পরিবর্তন হইতে দেখিয়া উপস্থিত সাহাবায়ে কেরামদের মুখমণ্ডলসমূহও বিবর্ণ হইয়া গেল। অতঃপর তিনি বলিলেন; আফসোস তোমার প্রতি! তুমি জানিয়া রাখ, আল্লাহ্ তা'আলাকে কাহারও নিকট সুপারিশকারী সাব্যস্ত করা যায় না। আল্লাহ্ তা'আলার শান ও মর্যাদা ইহা হইতে অতি মহান ও বিরাট। আক্ষেপ তোমার প্রতি! তুমি কি আল্লাহ্র যাত ও সত্তা সম্পর্কে অবগত আছ ? তাহার আরশ সমস্ত আকাশমণ্ডলীকে এইভাবে বেষ্টন করিয়া রাখিয়াছে। এই কথা বলিয়া তিনি স্বীয় অঙ্গুলী দ্বারা একটি গুম্বুজের ন্যায় গোলাকৃতি বস্তু দেখাইয়া বলিলেন; আল্লাহর আরশ সমস্ত আকাশমণ্ডলীকে অনুরূপভাবে বেষ্টন করিয়া রাখা সত্ত্বেও আল্লাহ্র বিরাটত্বের চাপে উহা এমনভাবে কড়মড় শব্দ করে, যেমন- কোন সওয়ারীর গদি কড়মড় শব্দ করিতে থাকে। —আবু দাউদ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ: أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَابِيٌّ فَقَالَ: جَهِدَتِ الْأَنْفُسُ وَجَاعَ الْعِيَالُ وَنُهِكَتِ الْأَمْوَالُ وَهَلَكَتِ الْأَنْعَام فَاسْتَسْقِ اللَّهَ لَنَا فَإِنَّا نَسْتَشْفِعُ بِكَ عَلَى الله نستشفع بِاللَّهِ عَلَيْكَ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سُبْحَانَ اللَّهِ سُبْحَانَ اللَّهِ» . فَمَا زَالَ يسبّح حَتَّى عُرف ذَلِك فِي وُجُوه أَصْحَابه ثُمَّ قَالَ: «وَيْحَكَ إِنَّهُ لَا يُسْتَشْفَعُ بِاللَّهِ عَلَى أَحَدٍ شَأْنُ اللَّهِ أَعْظَمُ مِنْ ذَلِكَ وَيْحَكَ أَتَدْرِي مَا اللَّهُ؟ إِنَّ عَرْشَهُ عَلَى سَمَاوَاتِهِ لَهَكَذَا» وَقَالَ بِأَصَابِعِهِ مَثْلَ الْقُبَّةِ عَلَيْهِ «وإِنه ليئط أطيط الرحل بالراكب» رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান