মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৭৩০
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭৩০। আর আবু নোআইম তাঁহার ‘হিলইয়া” গ্রন্থে হযরত আনাস (রাঃ)-এর সূত্রে এই হাদীস বর্ণনা করিয়াছেন। তবে জিবরাঈলের কাঁপিয়া উঠার কথাটি সেই বর্ণনায় উল্লেখ নাই।
كتاب أحوال القيامة وبدء الخلق
وَرَوَاهُ أَبُو نُعَيْمٍ فِي «الْحِلْيَةِ» عَنْ أَنَسٍ إِلَّا أَنه لم يذكر: «فانتفض جِبْرِيل»
tahqiqতাহকীক:তাহকীক চলমান