মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৭৩৩
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭৩৩। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ (কামেল) মু'মেন আল্লাহর নিকট কোন কোন ফিরিশতা হইতে অধিক মর্যাদাসম্পন্ন। —ইবনে মাজাহ্
كتاب أحوال القيامة وبدء الخلق
اَلْفصْلُ الثَّالِثُ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ أَكْرَمُ عَلَى اللَّهِ مِنْ بَعْضِ مَلَائِكَتِهِ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

‘(কামেল) মু'মেন' মানে নবী রাসূলগণ। আহলে সুন্নত ওয়াল জামাতের মতে নবী রাসূলগণ সমস্ত ফেরেশতা অপেক্ষা অধিক মর্যাদাসম্পন্ন। ঈমানদার, সালেহীন তথা ওলী-মুত্তাকীনগণ সাধারণ ফেরেশতা হইতে উত্তম ও মর্যাদাবান।
tahqiqতাহকীক:তাহকীক চলমান