মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৭৩৭
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭৩৭। হযরত আবু যর (রাঃ) বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! নবীদের মধ্যে সর্বপ্রথম নবী কে ছিলেন? তিনি বলিলেনঃ হযরত আদম (আঃ)। আমি বলিলাম, তিনি কি 'নবী' ছিলেন ? বলিলেন, হ্যাঁ, তিনি এমন নবী ছিলেন যাঁহার সহিত কথাবার্তা বলা হইয়াছে। আমি আবার জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! 'রাসূল' কতজন ছিলেন ? বলিলেন, তিন শত দশ জনেরও কিছু বেশী এক বিরাট দল।
তাবেয়ী হযরত আবু উমামার রেওয়ায়তে আছে—হযরত আবু যর (রাঃ) বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! নবীদের পূর্ণ সংখ্যা কত? বলিলেন, এক লক্ষ চব্বিশ হাজার। তন্মধ্যে ‘রাসূল' ছিলেন, তিন শত পনেরর এক বিরাট জমাত বা কাফেলা।
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْأَنْبِيَاءِ كَانَ أَوَّلَ؟ قَالَ: «آدَمُ» . قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ وَنَبِيٌّ كَانَ؟ قَالَ: «نَعَمْ نَبِيٌّ مُكَلَّمٌ» . قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ كم المُرْسَلُونَ؟ قَالَ: «ثَلَاثمِائَة وبضع عشر جماً غفيراً» وَفِي رِوَايَة عَنْ أَبِي أُمَامَةَ قَالَ أَبُو ذَرٍّ: قَلْتُ يَا رَسُولَ اللَّهِ كَمْ وَفَاءُ عِدَّةِ الْأَنْبِيَاءِ؟ قَالَ: «مِائَةُ أَلْفٍ وَأَرْبَعَةٌ وَعِشْرُونَ أَلْفًا الرُّسُلُ مِنْ ذَلِكَ ثَلَاثُمِائَةٍ وَخَمْسَةَ عَشَرَ جَمًّا غَفِيرًا»

হাদীসের ব্যাখ্যা:

যাঁহাদের নিকট ছোট বা বড় কিতাব নাযিল করা হইয়াছে, তাঁহারা রাসূল। অবশ্য তাঁহাদিগকে নবীও বলা হয়। কিন্তু যাঁহারা সরাসরি কিতাব পান নাই তাঁহাদিগকে বলা হয় 'নবী'। মোটকথা আদম (আঃ) নবী এবং রাসূল উভয়ই ছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান