মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৪৩
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৪৩। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: কিয়ামতের দিন আমি বেহেশতের দরজায় আসিয়া উহা খোলার জন্য বলিব। তখন উহার পাহারাদার বলিবেন, তুমি কে? বলিব, আমি মুহাম্মাদ (ছাঃ)। তখন পাহারাদার বলিবেন, আপনার সম্পর্কে আমাকে এই নির্দেশ দেওয়া হইয়াছে যে, আপনার পূর্বে আমি যেন অন্যা কাহারও জন্য এই দরজা না খুলি। —মুসলিম
كتاب الفضائل والشمائل
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: آتِي بَابَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ فَأَسْتَفْتِحُ فَيَقُولُ الْخَازِنُ: مَنْ أَنْتَ؟ فَأَقُولُ: مُحَمَّدٌ. فيقولُ: بكَ أمرت أَن لاأفتح لأحد قبلك . رَوَاهُ مُسلم