মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৭৪৮
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৪৮। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন আমাকে ছয়টি বিষয়ে অন্যান্য নবীদের উপরে মর্যাদা দেওয়া হইয়াছে। (১) আমি 'জাওয়ামেউল কালিম প্রাপ্ত হইয়াছি (অর্থাৎ, আমাকে অল্প কথায় ব্যাপক অর্থ ব্যক্ত করার যোগ্যতা দেওয়া হইয়াছে)। (২) রোব দ্বারা আমাকে সাহায্য করা হইয়াছে। (৩) আমার জন্য গনীমতের মাল হালাল করা হইয়াছে। (৪) সমগ্র যমীন আমার জন্য মসজিদ ও পবিত্রতার উপাদান করা হইয়াছে। (৫) গোটা বিশ্বের মাখলুকের জন্য আমাকে (নবীরূপে) প্রেরণ করা হইয়াছে। এবং (৬) নবী আগমনের সিলসিলা আমার মাধ্যমেই শেষ করা হইয়াছে। —মুসলিম
كتاب الفضائل والشمائل
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فُضِّلْتُ عَلَى الْأَنْبِيَاءِ بِسِتٍّ: أُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ وَنُصِرْتُ بِالرُّعْبِ وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا وَأُرْسِلْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً وَخُتِمَ بِيَ النَّبِيُّونَ . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান