মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৮৮
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৮৮। হযরত উম্মে সুলাইম (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া হইতে বাি তখন উতে সাল্লাম প্রায়শঃ তাহাদের সেখানে আসিতেন এবং দ্বিপ্রহরে তথায় বিশ্রাম করিতেন। তখন উন্মে সুলাইম তাঁহার জন্য একখানা চামড়ার ফরশ বিছাইয়া দিতেন এবং হুযূর (ছাঃ) উহাতেই বিশ্রাম করিতেন। নবী (ছাঃ)-এর শরীর মোবারক হইতে অত্যধিক ঘর্ম বাহির হইত। আর উম্মে সুলাইম তাঁহার ঘর্মগুলি একত্রিত করিয়া আতর বা সুগন্ধির মধ্যে মিলাইয়া রাখিতেন। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, হে উম্মে সুলাইম। তুমি ইহা কি করিতেছ? তিনি বলিলেন, ইহা আপনার শরীরের ঘাম। ইহাকে আমরা আমাদের সুগন্ধির সহিত মিশ্রিত করিব। বস্তুতঃ ইহা সর্বোত্তম সুগন্ধি। অপর এক বর্ণনায় আছে—উম্মে সুলাইম বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্ ! ইহাতে আমরা আমাদের বাচ্চাদের জন্য (ব্যবহারের মাধ্যমে) বরকতের আশা করি। তখন হুযুর (ছাঃ) বলিলেন: তুমি ঠিকই করিয়াছ। – মোত্তাঃ
كتاب الفضائل والشمائل
وَعَنْ أُمِّ سُلَيْمٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْتِيهَا فَيَقِيلُ عِنْدَهَا فَتَبْسُطُ نِطْعًا فَيَقِيلُ عَلَيْهِ وَكَانَ كَثِيرَ الْعَرَقِ فَكَانَتْ تَجْمَعُ عَرَقَهُ فَتَجْعَلُهُ فِي الطِّيبِ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أُمَّ سُلَيْمٍ مَا هَذَا؟» قَالَتْ: عَرَقُكَ نَجْعَلُهُ فِي طِيبِنَا وَهُوَ مِنْ أَطْيَبِ الطِّيبِ وَفِي رِوَايَةٍ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ نَرْجُو بَرَكَتَهُ لِصِبْيَانِنَا قَالَ: «أصبت» . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
উম্মে সুলাইম নবী (ﷺ)-এর দুধ-সম্পর্কীয়া মোহরেম ছিলেন। হাদীসের শব্দ يقيل অর্থ قيلولة ‘কায়লুলা' করা, দ্বিপ্রহরে আরাম বা বিশ্রাম করা। ইহাতে ঘুমান শর্ত নহে।