মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮০১
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর স্বভাব-চরিত্রের বর্ণনা
৫৮০১। হযরত আনাস (রাঃ) বলেন, আমি এক নাগাড়ে দশ বৎসর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিয়াছি। কিন্তু তিনি কোন দিন উহু শব্দটি পর্যন্ত আমাকে বলেন নাই। এমন কি এই কাজটি কেন করিয়াছ আর ইহা কেন কর নাই ? এমন কথাও কোন দিন বলেন নাই। মোত্তাঃ
كتاب الفضائل والشمائل
بَابٌ فِي أَخْلَاقِهِ وَشَمَائِلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: الْفَصْل الأول
عَنْ أَنَسٍ قَالَ: خَدَمْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ فَمَا قَالَ لِي: أُفٍّ وَلَا: لِمَ صَنَعْتَ؟ وَلَا: أَلَّا صَنَعْتَ؟ مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

أخلاق ইহা বহুবচন। একবচনে خلق অর্থ চরিত্র। আর خلق অর্থ শারীরিক গড়ন ও গঠন। شمائل বহুবচন। একবচনে شمال অর্থ মেজায বা স্বভাব, অভ্যাস ইত্যাদি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান