মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮১৯
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর স্বভাব-চরিত্রের বর্ণনা
৫৮১৯। হযরত আনাস (রাঃ) বলেন, আমার বয়স যখন আট বৎসর তখন আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে যোগ দেই এবং দশ বৎসর তাঁহার খেদমত করি। কোন সময় কোন জিনিস আমার হাতে নষ্ট হইয়া গেলেও তিনি আমাকে কখনও তিরস্কার করেন নাই। যদি পরিবারবর্গের কেহ আমাকে তিরস্কার করিতেন, তখন তিনি বলিতেনঃ তাহাকে ছাড়িয়া দাও। কেননা, যাহা মোকাদ্দার ছিল তাহা তো হইবেই। —ইহা মাসাবীহ্-এর শব্দ, বায়হাকী শোআবুল ঈমানে কিছু পরিবর্তনসহ বর্ণনা করিয়াছেন।
كتاب الفضائل والشمائل
الْفَصْل الثَّانِي
عَنْ أَنَسٍ قَالَ: خَدَمْتُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا ابْنُ ثَمَانِ سِنِينَ خَدَمْتُهُ عَشْرَ سِنِينَ فَمَا لَامَنِي عَلَى شَيْءٍ قَطُّ أَتَى فِيهِ عَلَى يَدَيَّ فَإِنْ لَامَنِي لَائِمٌ مِنْ أَهْلِهِ قَالَ: «دَعُوهُ فَإِنَّهُ لَوْ قُضِيَ شَيْءٌ كَانَ» . هَذَا لَفَظُ «الْمَصَابِيحِ» وَرَوَى الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» . مَعَ تَغْيِيرٍ يَسِيرٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান