মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮২১
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর স্বভাব-চরিত্রের বর্ণনা
৫৮২১। হযরত আনাস (রাঃ) নবী (ﷺ)-এর চরিত্র প্রসঙ্গে বলিয়াছেন যে, তিনি রোগীর সেবা-শুশ্রুষা করিতেন, জানাযার সঙ্গে যাইতেন, দাস-গোলামদের দাওয়াত কবুল করিতেন এবং গাধায় সওয়ার হইতেন। বর্ণনাকারী হযরত আনাস (রাঃ) বলেন, খায়বরের যুদ্ধের দিন আমি তাঁহাকে এমন একটি গাধায় ওয়ার অবস্থায় দেখিয়াছি, যাহার লাগাম ছিল খেজুর গাছের ছালের। —ইবনে মাজাহ্ ও বায়হাকী
كتاب الفضائل والشمائل
وَعَنْ أَنَسٍ يُحَدِّثَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كانَ يعودُ المريضَ وَيتبع الْجِنَازَة ويجيب دَعْوَة الْمَمْلُوك ويركب الْحمار لَقَدْ رَأَيْتُهُ يَوْمَ خَيْبَرَ عَلَى حِمَارٍ خِطَامُهُ لِيفٌ. رَوَاهُ ابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
হাদীসের ব্যাখ্যা:
ইবনুল মালেক বলিয়াছেন, গাধার পিঠে সওয়ার হওয়া সুন্নত। যদি কেহ অহংকার করিয়া নাক সিঁটকায় সে গাধার চাইতে নিকৃষ্ট বলিয়া গণ্য হইবে। (মিরকাত)