মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৩৮
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর নুবুওয়্যাতপ্রাপ্তি ও ওয়াহীর সূচনা
৫৮৩৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (নবুওতের পর) মক্কায়, পনর বৎসর অবস্থান করিয়াছেন—সাত বৎসর পর্যন্ত ফেরেশ্তার আওয়ায় শুনিতেন এবং আলো দেখিতে পাইতেন; ইহা ছাড়া আর কিছুই দেখিতেন না। আট বৎসর তাঁহার নিকট অহী পাঠান হইতে থাকে। আর দশ বৎসর মদীনায় অবস্থানের পর পঁয়ষট্টি বৎসর বয়সে তিনি ইনতেকাল করেন। — মোত্তাঃ
كتاب الفضائل والشمائل
وَعَنْهُ قَالَ: أَقَامَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ خَمْسَ عَشْرَةَ سَنَةً يَسْمَعُ الصَّوْتَ وَيَرَى الضَّوْءَ سَبْعَ سِنِينَ وَلَا يَرَى شَيْئًا وَثَمَانِ سِنِينَ يُوحَى إِلَيْهِ وَأَقَامَ بِالْمَدِينَةِ عَشْرًا وَتُوُفِّيَ وَهُوَ ابْنُ خَمْسٍ وَسِتِّينَ. مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
প্রকৃতপক্ষে সহীহ্ রেওয়ায়ত অনুযায়ী নবুওত প্রাপ্তির পর নবী (ﷺ) মক্কায় তের বৎসর অবস্থান করেন। নবুওতপ্রাপ্তি এবং হিজরতের সময়কে স্বতন্ত্র বৎসর গণ্য করিয়া কেহ কেহ মোট ১৫ বৎসর বলিয়াছেন।