মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৮৮
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৮৮। হযরত আব্বাস (রাঃ) বলেন, হোনাইনের যুদ্ধে আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক ছিলাম। যখন মুসলমানগণ ও কাফেররা মুখোমুখি হইল, তখন মুসলমানগণ ময়দান হইতে পৃষ্ঠ প্রদর্শন করিল। তখন রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লান নিজের সওয়ারী খচ্চরকে তাড়া দিয়া কাফেরদের দিকে অগ্রসর হইলেন। (বর্ণনাকারী হযরত আব্বাস বলেন,) আর আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরের লাগাম ধরিয়া রাখিয়াছিলাম এবং আমি তাহাকে অগ্রসর হইতে বাধা দিতেছিলাম, যেন উহা দ্রুত কাফেরদের দলের মধ্যে ঢুকিয়া না পড়ে এবং আবু সুফিয়ান ইবনে হারেস ধরিয়া রাখিয়াছিলেন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারীর গদি। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করিয়া বলিলেন: হে আব্বাস। সামুরা গাছের নীচে বাইআত গ্রহণকারীদিগকে আহ্বান করুন। আব্বাস ছিলেন উচ্চ স্বর-বিশিষ্ট ব্যক্তি। তিনি বলেন, তৎক্ষণাৎ আমি উচ্চ স্বরে ডাক দিয়া বলিলাম, আসহাবে সামুরাগণ কোথায়? হযরত আব্বাস বলেন, আল্লাহর কসম! আমার আওয়াজ (আহ্বান) শোনার সাথে সাথেই আসহাবে সামুরাগণ এমনভাবে দৌঁড়াইয়া ময়দানে আসিয়া উপস্থিত হইলেন, যেমন গাভী তাহার বাছুরের দিকে দৌড় দেয়। আর তাহারা ধ্বনি দিতে থাকিল। يا لبيك يا لبيك "ইয়া লাব্বাইকা, ইয়া লাব্বাইকা।" আমরা উপস্থিত। আমরা উপস্থিত!
হযরত আব্বাস (রাঃ) বলেন, অতঃপর মুসলমানগণ কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত হইয়া গেল। অপর দিকে আনসারদের মধ্যে এই ধ্বনি উচ্চারিত হয়, হে আনসার সম্প্রদায়। হে আনসার সম্প্রদায়। (শত্রু নিধনে ঝাপাইয়া পড়।) আব্বাস (রাঃ) বলেন, অতঃপর তাহাদের ধ্বনি (একমাত্র) বনী হারেস ইবনে খাাজের উপর সীমাবদ্ধ হইয়া গেল। (আনসারদের মধ্যে এই গোত্রটিই ছিল সর্বাপেক্ষা বড়।) এই সময় রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সওয়ারী খচ্চরের উপরে থাকিয়া মাথা উঠাইয়া যুদ্ধের অবস্থার দিকে তাকাইলেন এবং বলিলেন, এখনই যুদ্ধ জ্বলিয়া উঠিয়াছে। অতঃপর তিনি একমুষ্টি কংকর হাতে লইয়া কাফেরদের মুখের প্রতি নিক্ষেপ করিলেন, ইহার পর বলিলেন, মুহাম্মাদের রবের শপথ। কাফেরদল পরাজিত হইয়াছে। [বর্ণনাকারী আব্বাস (রাঃ) বলেন, আমি আল্লাহর কসম করিয়া বলিতেছি; তাহাদের এই পরাজয় কেবলমাত্র তাহার (হুযুরের) কংকর নিক্ষেপের দ্বারাই ঘটিয়াছে। অতঃপর আমি যুদ্ধের সমাপ্তি পর্যন্ত সর্বক্ষণ ইহাই দেখিতে পাইলাম যে, তাহাদের তলোয়ার ও বর্ণার ধার ভোঁতা হইয়া পড়িয়াছে এবং তাহারা পৃষ্ঠ প্রদর্শন করিয়া পালাইতেছে। — মুসলিম
كتاب الفضائل والشمائل
وَعَن عَبَّاسٍ قَالَ: شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ حُنَيْنٍ فَلَمَّا الْتَقَى الْمُسْلِمُونَ وَالْكُفَّارُ وَلَّى الْمُسْلِمُونَ مُدْبِرِينَ فَطَفِقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْكُضُ بَغْلَتَهُ قِبَلَ الْكُفَّارِ وَأَنَا آخِذٌ بِلِجَامِ بَغْلَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكُفُّهَا إِرَادَةَ أَن لَا تسرع وَأَبُو سُفْيَان آخِذٌ بِرِكَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيْ عَبَّاسُ نَادِ أَصْحَابَ السَّمُرَةِ فَقَالَ عَبَّاسٌ وَكَانَ رَجُلًا صَيِّتًا فَقُلْتُ بِأَعْلَى صَوْتِي أَيْنَ أَصْحَابُ السَّمُرَةِ فَقَالَ وَاللَّهِ لَكَأَنَّ عَطْفَتَهُمْ حِينَ سَمِعُوا صَوْتِي عَطْفَةُ الْبَقَرِ عَلَى أَوْلَادِهَا فَقَالُوا يَا لَبَّيْكَ يَا لَبَّيْكَ قَالَ فَاقْتَتَلُوا وَالْكُفَّارَ وَالدَّعْوَةُ فِي الْأَنْصَارِ يَقُولُونَ يَا مَعْشَرَ الْأَنْصَارِ يَا مَعْشَرَ الْأَنْصَارِ قَالَ ثُمَّ قُصِرَتِ الدَّعْوَةُ عَلَى بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ فَنَظَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى بَغْلَتِهِ كَالْمُتَطَاوِلِ عَلَيْهَا إِلَى قِتَالِهِمْ فَقَالَ حِينَ حَمِيَ الْوَطِيسُ ثُمَّ أَخَذَ حَصَيَاتٍ فَرَمَى بِهِنَّ وُجُوهَ الْكُفَّارِ ثُمَّ قَالَ انْهَزَمُوا وَرَبِّ مُحَمَّدٍ فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ رَمَاهُمْ بِحَصَيَاتِهِ فَمَا زِلْتُ أَرَى حَدَّهُمْ كَلِيلًا وَأَمْرَهُمْ مُدبرا. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

এইখানে নবী (ﷺ)-এর মু'জেযা দুইটি। একটি 'তাহারা পরাজিত হইয়াছে'—যুদ্ধ চলাকালে এই ভবিষ্যদ্বাণী। অপরটি হইল, কংকর নিক্ষেপের সাথে সাথেই কাফের দলের নিস্তেজ হইয়া পড়া।
tahqiqতাহকীক:তাহকীক চলমান