মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৮৯
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৮৯। আবু ইসহাক (সারিয়ী) বলেন, এক ব্যক্তি হযরত বারা ইবনে আযেব (রাঃ)]-কে জিজ্ঞাসা করিল, হে আবু উমারা হোনাইনের যুদ্ধের দিন কি তোমরা কাফেরদের মুকাবিলা হইতে পলায়ন করিয়াছিলে? জওয়াবে তিনি বলিলেন, নিশ্চয় না, আল্লাহর কসম! রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃষ্ঠ প্রদর্শন করেন নাই। (অবশ্য) সাহাবীদের মধ্যে কতিপয় যুবক, যাহাদের কাছে তেমন বেশী কিছু হাতিয়ার ছিল না, তাহারা তীর নিক্ষেপকারী কাফেরদের আওতায় পড়িয়া গিয়াছিল। তাহারা তীরন্দাযীতে এত পটু ছিল যে, তাহাদের একটি তীরও যমীনে পড়িত না। ফলে তাহাদের নিক্ষিপ্ত প্রতিটি তীর ঐ সমস্ত যুবক (মুসলমান সৈনিকদের) উপর পড়িতে ভুল হইত না। এই অবস্থায় (দুশমনের সম্মুখ হইতে পলায়ন করত) সেই সমস্ত যুবকরা রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া পৌঁছিল। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার একটি সাদা বর্ণের খচ্চরের উপর সওয়ার ছিলেন এবং আবু সুফিয়ান ইবনে হারেস লাগাম ধরিয়া তাহার সম্মুখে ছিলেন। এই সময় নবী (ছাঃ) খচ্চরের পৃষ্ঠ হইতে নামিলেন এবং বিজয়ের জন্য (আল্লাহর কাছে) মদদ ও সাহায্যের প্রার্থনা করিলেন। আর (এই পংক্তিটি) উচ্চারণ করিলেন, “আমি যে নবী তাহা মিথ্যা নহে। আমি আব্দুল মুত্তালিবের সন্তান।" অতঃপর তিনি মুসলমানদিগকে পুনরায় সারিবদ্ধ করিলেন। —মুসলিম
كتاب الفضائل والشمائل
وَعَن أبي إِسْحَق قَالَ قَالَ رَجُلٌ لِلْبَرَاءِ يَا أَبَا عُمَارَةَ فَرَرْتُمْ يَوْمَ حُنَيْنٍ قَالَ لَا وَاللَّهِ مَا وَلِيُّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَكِنْ خَرَجَ شُبَّانُ أَصْحَابِهِ لَيْسَ عَلَيْهِمْ كَثِيرُ سِلَاحٍ فَلَقَوْا قَوْمًا رُمَاةً لَا يَكَادُ يَسْقُطُ لَهُمْ سَهْمٌ فَرَشَقُوهُمْ رَشْقًا مَا يَكَادُونَ يُخْطِئُونَ فَأَقْبَلُوا هُنَاكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَغْلَتِهِ الْبَيْضَاءِ وَأَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ يَقُودُهُ فَنَزَلَ وَاسْتَنْصَرَ وَقَالَ أَنَا النَّبِيُّ لَا كَذِبَ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ ثُمَّ صفهم. رَوَاهُ مُسلم. وللبخاري مَعْنَاهُ
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ্ (ﷺ) পৃষ্ঠ প্রদর্শন করেন নাই এবং তিনি ছিলেন সেনাপতি; আর সেনাপতি যুদ্ধের মাঠে অটল থাকিলে কিছুসংখ্যক যুবকের পৃষ্ঠ প্রদর্শনের কারণে—তাহাও যখন সেনাপতির কাছে আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে ছিল—ইহাকে যুদ্ধ হইতে পলায়ন করিয়াছেন বলিয়া অভিযোগ আনা ঠিক নহে।