মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৯৬
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৯৬। হযরত আবু হোরায়রা [(রাঃ) তাহার কোন কোন সমালোচকদের উদ্দেশ্য করিয়া] বলিলেন, তোমরা বলিয়া থাক, আবু হোরায়রা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে অধিক সংখ্যক হাদীস বর্ণনা করিয়া থাকে। অথচ আল্লাহর সম্মুখে (জওয়াবদেহির জন্য) সকলকে হাযির হইতে হইবে। প্রকৃত ব্যাপার হইল আমার মুহাজির ভাইগণ অধিকাংশ সময় বাজারে ক্রয়-বিক্রয় লইয়া ব্যস্ত থাকিতেন। আর আমার আনসারী ভাইরা বাগানে-খামারে লিপ্ত থাকিতেন। [ফলে তাঁহারা বেশীর ভাগ সময় রাসূলুল্লাহ্ (ছাঃ)-এর খেদমত হইতে অনুপস্থিত থাকিতেন।] আর আমি ছিলাম একজন দরিদ্র ব্যক্তি। তাই আমি পেটে যাহা জুটে উহার উপর তৃপ্ত থাকিয়া রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত থাকিতাম। (তিনি আরও বলেন, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: আমার এই উক্তি (অর্থাৎ, বিশেষ দোআ) শেষ হওয়া পর্যন্ত তোমাদের যে কেহ তাহার কাপড় (চাদর) প্রসারিত রাখিবে এবং আমার কথা শেষ হওয়ার পর তাহা গুটাইয়া নিজের বক্ষের সাথে জড়াইয়া লইবে,সে আমার কোন উক্তি কখনও ভুলিবে না। (আবু হোরায়রা বলেন, এই কথা শোনার পর) আমি আমার চাদরখানা প্রসারিত করিয়া দিলাম, উহা ব্যতীত আমার কাছে অন্য কোন কাপড় ছিল না। অবশেষে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা শেষ করিলে আমি উহাকে আমার বুকের সাথে চাপিয়া ধরিলাম। সেই মহান সত্তার কসম। যিনি তাঁহাকে সত্য সহকারে প্রেরণ করিয়াছেন, সেই সময় হইতে আজ পর্যন্ত তাহার কোন কথা আর আমি ভুলি নাই। মোত্তাঃ
كتاب الفضائل والشمائل
وَعنهُ إِنَّكُمْ تَقُولُونَ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاللَّهُ الْمَوْعِدُ وَإِنَّ إِخْوَتِي مِنَ الْمُهَاجِرِينَ كَانَ يَشْغَلُهُمُ الصَّفِقُ بِالْأَسْوَاقِ وَإِنَّ إِخْوَتِي مِنَ الْأَنْصَارِ كَانَ يَشْغَلُهُمْ عَمَلُ أَمْوَالِهِمْ وَكُنْتُ امْرَأً مِسْكِينًا أَلْزَمُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَلْءِ بَطْنِي وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا: «لَنْ يَبْسُطَ أَحَدٌ مِنْكُمْ ثَوْبَهُ حَتَّى أَقْضِيَ مَقَالَتِي هَذِهِ ثُمَّ يَجْمَعَهُ إِلَى صَدْرِهِ فَيَنْسَى مِنْ مَقَالَتِي شَيْئًا أَبَدًا» فَبَسَطْتُ نَمِرَةً لَيْسَ عَلَيَّ ثَوْبٌ غَيْرَهَا حَتَّى قَضَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقَالَتَهُ ثُمَّ جَمَعْتُهَا إِلَى صَدْرِي فَوَالَّذِي بَعَثَهُ بِالْحَقِّ مَا نَسِيتُ مِنْ مقَالَته تِلْكَ إِلَى يومي هَذَا. مُتَّفق عَلَيْهِ