আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
হাদীস নং: ৪০৮৪
আন্তর্জাতিক নং: ৪৪২৬
- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
২২৪৬. পারস্য অধিপতি কিসরা ও রোম অধিপতি কায়সারের কাছে নবী কারীম (ﷺ)- এর পত্র প্রেরণ
৪০৮৪। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) .... সায়েব ইবনে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার স্মৃতিপটে এখনও সে ঘটনা জাগে যে, মদীনার ছেলেপুলের সাথে ছানিয়্যাতুল বিদায়ে নবী কারীম (ﷺ)- কে স্বাগত জানাতে আমিও গিয়েছিলাম। সুফিয়ান (রাহঃ)- এর রিওয়ায়েতে غِلْمَانِ এর স্থলে صبْيَانِ শব্দের উল্লেখ রয়েছে।
كتاب المغازى
بَابُ كِتَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى كِسْرَى وَقَيْصَرَ
4426 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: سَمِعْتُ الزُّهْرِيَّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، يَقُولُ: أَذْكُرُ أَنِّي «خَرَجْتُ مَعَ الغِلْمَانِ إِلَى ثَنِيَّةِ الوَدَاعِ، نَتَلَقَّى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» ، وَقَالَ سُفْيَانُ مَرَّةً [ص:9]: «مَعَ الصِّبْيَانِ»
বর্ণনাকারী: