মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯০১
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯০১। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, একবার আমরা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে (মক্কা হইতে মদীনার উদ্দেশ্যে রওয়ানা হইলাম। অবশেষে আমরা উসফান নামক স্থানে পৌঁছিলে তিনি এইখানে কয়েকদিন অবস্থান করিলেন। তখন লোকেরা (কোন কোন মুনাফেক) বলিল, এইখানে অনর্থক আমাদের পড়িয়া থাকিয়া কি লাভ? অথচ আমাদের পরিবার-পরিজন পিছনে বহিয়াছে। আমরা তাহাদের ব্যাপারে আশংকামুক্ত নহি। এই কথাটি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিলে তিনি বলিলেন সেই সত্তার কসম, যাহার হাতে আমার প্রাণ। মদীনার এমন কোন রাস্তা বা গলি নাই, যেইখানে তোমাদের প্রত্যাগমন পর্যন্ত দুই দুইজন ফিরিশতা উহাকে পাহারা দিতেছেন না। অতঃপর নবী (ছাঃ) রওয়ানা হওয়ার জন্য নির্দেশ দিলেন। সুতরাং আমরা রওয়ানা হইলাম এবং মদীনায় আসিয়া পৌঁছিলাম। সেই সত্তার কসম করিয়া বলিতেছি, যাহার নামে কসম করা হয়, আমরা মদীনায় প্রবেশ করিয়া তখনও আমাদের হাওদা খুলিয়া মাল-সামান নামাইয়া রাখি নাই, এমন সময় হঠাৎ আব্দুল্লাহ্ ইবনে গাতফানের বংশধরগণ অতর্কিতে আমাদের উপর আক্রমণ করিয়া বসিল। অথচ আমাদের প্রত্যাবর্তনের পূর্বে কিছুই তাহাদিগকে আক্রমণের জন্য উস্কানি দেয় নাই। (অর্থাৎ, আমাদের মদীনা পৌঁছার পূর্বে আক্রমণের জন্য তাহাদের কোন পরিকল্পনা ছিল না। কিন্তু আমাদের পৌঁছামাত্রই তাহারা আক্রমণ করিয়া বসিল।) — মুসলিম
كتاب الفضائل والشمائل
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى قَدِمْنَا عُسْفَانَ فَأَقَامَ بِهَا لَيَالِيَ فَقَالَ النَّاس: مَا نَحن هَهُنَا فِي شَيْءٍ وَإِنَّ عِيَالَنَا لَخُلُوفٌ مَا نَأْمَنُ عَلَيْهِمْ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا فِي الْمَدِينَةِ شِعْبٌ وَلَا نَقْبٌ إِلَّا عَلَيْهِ مَلَكَانِ يَحْرُسَانِهَا حَتَّى تَقْدَمُوا إِلَيْهَا» ثُمَّ قَالَ: «ارْتَحِلُوا» فَارْتَحَلْنَا وَأَقْبَلْنَا إِلَى الْمَدِينَةِ فَوَالَّذِي يُحْلَفُ بِهِ مَا وَضَعْنَا رِحَالَنَا حِينَ دَخَلْنَا الْمَدِينَةَ حَتَّى أَغَارَ عَلَيْنَا بَنُو عَبْدِ اللَّهِ بْنِ غَطَفَانَ وَمَا يُهَيِّجُهُمْ قَبْلَ ذَلِكَ شَيْءٌ. رَوَاهُ مُسْلِمٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৯০১ | মুসলিম বাংলা