মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৯০৩
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯০৩। হযরত জাবের (রাঃ) বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআর খুৎবা দেওয়ার সময় মসজিদের খুঁটিসমূহের মধ্যে খেজুর গাছের একটি কাণ্ডের সাথে হেলান দিয়া খুৎবা দিতেন। অতঃপর যখন তাহার জন্য মিম্বর বানান হইল, তখন তিনি উহাতে (খুৎবার জন্য) দাড়াইলেন। সেই সময় উক্ত কাণ্ডটি—যাহার পার্শ্বে দাড়াইয়া তিনি খুৎবা দিতেছিলেন, হঠাৎ চিৎকার করিয়া উঠিল। এমন কি (শোকে ও দুঃখে) উহা টুকরা টুকরা হওয়ার উপক্রম হইল। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর হইতে নামিয়া আসিলেন এবং খেজুর গাছটিকে বুকের সাথে জড়াইয়া ধরিলেন। গাছটি তখন ঐ শিশুর মত কাঁদিতে লাগিল, যেই শিশুকে (আদর-সোহাগ করিয়া) চুপ করান হয়। অবশেষে উহা স্থির হইল। অতঃপর নবী (ছাঃ) বলিলেন: আল্লাহর গুণাগুণ ও প্রশংসা যাহাকিছু উহা শুনিত, এখন শুনিতে না পাইয়া উহা কান্না জুড়িয়া দিয়াছিল। বুখারী
كتاب الفضائل والشمائل
وَعَنْ جَابِرٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ اسْتَنَدَ إِلَى جِذْعِ نَخْلَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ فَلَمَّا صُنِعَ لَهُ الْمِنْبَرُ فَاسْتَوَى عَلَيْهِ صَاحَتِ النَّخْلَةُ الَّتِي كَانَ يَخْطُبُ عِنْدَهَا حَتَّى كَادَت تَنْشَقَّ فَنَزَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَخَذَهَا فَضَمَّهَا إِلَيْهِ فَجَعَلَتْ تَئِنُّ أَنِينَ الصَّبِيِّ الَّذِي يُسَكَّتُ حَتَّى اسْتَقَرَّتْ قَالَ بَكَتْ عَلَى مَا كَانَتْ تَسْمَعُ مِنَ الذِّكْرِ. رَوَاهُ البُخَارِيّ