মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৯১৫
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯১৫। হযরত আবু হুমাইদ সায়েদী (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তবুকের যুদ্ধের উদ্দেশ্যে রওয়ানা হইলাম। অতঃপর আমরা "ওয়াদিউল কোরা" নামক স্থানে এক মহিলার বাগানে উপস্থিত হইলে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: তোমরা (বাগানের খেজুরের) পরিমাণ অনুমান কর। সুতরাং আমরা (নিজ নিজ ধারণা অনুসারে) অনুমান করিলাম এবং রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের ফল দশ ওসক হইবে বলিয়া অনুমান করিলেন। ইহার পর তিনি উক্ত মহিলাকে বলিলেন, এই বাগানে কি পরিমাণ খেজুর উৎপন্ন হয়, ভালভাবে উহার হিসাব রাখিও যাবৎ না আমরা তোমার কাছে ফিরিয়া আসি ইন্শাআল্লাহ্। ইহার পর আমরা রওয়ানা হইলাম, অবশেষে তবুকে আসিয়া উপস্থিত হইলাম। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সাবধান! আজ রাতে প্রচণ্ড ঝড় হইবে। অতএব, তোমাদের কেহই যেন দাঁড়াইয়া না থাকে। আর যাহার সঙ্গে উট রহিয়াছে, সে যেন উহাকে শক্ত করিয়া বাধিয়া রাখে। রাতে প্রচণ্ড ঝড় বহিল। এক ব্যক্তি দাঁড়াইয়া গেলে ঝড় তাহাকে উড়াইয়া 'ত্বাঈ' পাহাড়ে নিয়া নিক্ষেপ করিল। অতঃপর আমরা ফিরিবার পথে ওয়াদিউল কোরায় আসিয়া পৌঁছিলাম। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত মহিলাকে জিজ্ঞাসা করিলেন, তোমার বাগানে কি পরিমাণ ফল উৎপন্ন হইয়াছে। সে বলিল, “দশ ওসক।" — মোত্তাঃ
كتاب الفضائل والشمائل
وَعَن أبي حميد السَّاعِدِيّ قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَةَ تَبُوكَ فَأَتَيْنَا وَادِيَ الْقُرَى عَلَى حَدِيقَةٍ لِامْرَأَةٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْرُصُوهَا» فَخَرَصْنَاهَا وَخَرَصَهَا رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشَرَةَ أَوْسُقٍ وَقَالَ: «أَحْصِيهَا حَتَّى نَرْجِعَ إِلَيْكِ إِنْ شَاءَ اللَّهُ» وَانْطَلَقْنَا حَتَّى قَدِمْنَا تَبُوكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَتَهُبُّ عَلَيْكُمُ اللَّيْلَةَ رِيحٌ شَدِيدَةٌ فَلَا يَقُمْ فِيهَا أَحَدٌ مِنْكُم فَمَنْ كَانَ لَهُ بَعِيرٌ فَلْيَشُدَّ عِقَالَهُ» فَهَبَّتْ رِيحٌ شَدِيدَةٌ فَقَامَ رَجُلٌ فَحَمَلَتْهُ الرِّيحُ حَتَّى أَلْقَتْهُ بِجَبَلَيْ طَيِّئٍ ثُمَّ أَقْبَلْنَا حَتَّى قَدِمْنَا وَادِيَ الْقُرَى فَسَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَرْأَةُ عَنْ حَدِيقَتِهَا كَمْ بَلَغَ ثَمَرهَا فَقَالَت عشرَة أوسق. مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
এই ঘটনায় নবী (ﷺ)-এর তিনটি মু'জেযা প্রকাশ হইয়াছে। যথা—রাতে ঝড় প্রবাহিত হওয়া, দাড়াইয়া থাকিলে ঝড়ের কবলে পড়া এবং হুযূরের অনুমানকৃত খেজুর ঠিক ঠিক দশ ওসক হওয়া। এক ওসক পরিমাণ প্রায় ছয় মণ। সুতরাং দশ ওসক পরিমাণ ষাট মণ।