মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৯২৪
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯২৪। হযরত আনাস (রাঃ) বলেন, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের কর্তৃক আক্রান্ত হইয়া রক্তাক্ত অবস্থায় অত্যন্ত ভারাক্রান্ত মনে এক জায়গায় বসা ছিলেন, এমন সময় হযরত জিবরাঈল (আঃ) তাঁহার কাছে আসিলেন এবং বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি কি পছন্দ করেন যে, আমি আপনাকে একটি মু'জেযা দেখাইব ? তিনি বলিলেন : হ্যাঁ, দেখান। তখন জিবরাঈল ঐ বৃক্ষটির প্রতি তাকাইলেন যাহা নবী (ছাঃ)-এর পিছনে ছিল। জিবরাঈল নবী (ছাঃ)-কে বলিলেন, আপনি ঐ বৃক্ষটিকে ডাক দেন। তিনি উহাকে ডাকিলেন। তখন বৃক্ষটি আসিয়া তাঁহার সম্মুখে দাঁড়াইল। অতঃপর জিবরাঈল বলিলেন, এইবার উহাকে নিজের স্থানে চলিয়া যাইতে বলুন। তখন তিনি উহাকে পূর্বের স্থানে যাইতে নির্দেশ করিলে উহা তথায় চলিয়া গেল। ইহা দেখিয়া নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার (মানসিক প্রশান্তির) জন্য ইহাই যথেষ্ট, ইহাই যথেষ্ট। — দারেমী
كتاب الفضائل والشمائل
وَعَن أنس بن مَالك قَالَ جَاءَ جِبْرِيلُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ جَالس حَزِين وَقد تخضب بِالدَّمِ من فعل أهل مَكَّة من قُرَيْش فَقَالَ جِبْرِيل يَا رَسُول الله هَل تحب أَن أريك آيَةً قَالَ نَعَمْ فَنَظَرَ إِلَى شَجَرَةٍ مِنْ وَرَائِهِ فَقَالَ ادْعُ بِهَا فَدَعَا بِهَا فَجَاءَتْ وَقَامَت بَيْنَ يَدَيْهِ فَقَالَ مُرْهَا فَلْتَرْجِعْ فَأَمَرَهَا فَرَجَعَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حسبي حسبي. رَوَاهُ الدَّارمِيّ
হাদীসের ব্যাখ্যা:
ওহুদের যুদ্ধে কাফেরদের প্রস্তরের আঘাতে তাঁহার দাঁত ভাঙ্গা ও রক্তাক্ত অবস্থায় বিপদের সম্মুখীন হওয়ার প্রাক্কালে জিবরাঈল আসিয়া তাঁহাকে এই সান্ত্বনা দিলেন যে, ইহা আপনার উপর পরীক্ষা মাত্র। অন্যথা আল্লাহ্ আপনাকে হেফাযত করিবেন। আর তিনি নিজেই নিজের মু'জেযা দেখিয়া মানসিক সান্ত্বনা লাভ করিলেন।