মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯৪১
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯৪১। হযরত জাবের (রাঃ) বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিয়া খাদ্য চাহিল। তিনি তাহাকে অর্ধ অসক পরিমাণ যব দিলেন। উহা হইতে সেই ব্যক্তি, তাহার স্ত্রী ও তাহাদের মেহমান সর্বদা খাইতে থাকে। অবশেষে একদিন সে উক্ত যবগুলি মাপিয়া দেখিল। ফলে উহা নিঃশেষ হইয়া গেল। অতঃপর সে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে আসিয়া ঘটনাটি জানাইল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ যদি তুমি উহা না মাপিতে, তাহা হইলে তোমরা উহা হইতে হামেশা খাইতে পারিতে এবং (আমার দেওয়া) যবগুলি পূর্ববৎ থাকিয়া যাইত। — মুসলিম
كتاب الفضائل والشمائل
وَعَن جابرٍ أنَّ رسولَ الله جَاءَهُ رَجُلٌ يَسْتَطْعِمُهُ فَأَطْعَمَهُ شَطْرَ وَسَقِ شَعِيرٍ فَمَا زَالَ الرَّجُلُ يَأْكُلُ مِنْهُ وَامْرَأَتُهُ وَضَيْفُهُمَا حَتَّى كَالَهُ فَفَنِيَ فَأَتَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَوْ لَمْ تَكِلْهُ لَأَكَلْتُمْ مِنْهُ ولقام لكم» رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান