মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৯৪৫
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - কারামাত সম্পর্কে বর্ণনা
৫৯৪৫। হযরত জাবের (রাঃ) বলেন, ওহুদ যুদ্ধ সমাগত হইলে আমার পিতা (আব্দুল্লাহ্) রাত্রের বেলায় আমাকে ডাকিয়া বলিলেন, আমার মনে হয়, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যাঁহারা নিহত হইবেন, আমিই হইব তাহাদের মধ্যে প্রথম নিহত ব্যক্তি এবং একমাত্র রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত তোমার চাইতে প্রিয় ব্যক্তি আর কাহাকেও আমি রাখিয়া যাইতেছি না। আর আমি ঋণগ্রস্ত। সুতরাং আমার ঋণগুলি পরিশোধ করিয়া দিবে এবং তোমার বোনদের সাথে উত্তম ব্যবহার করিবে। জাবের বলেন, পরের দিন সকাল হইলে দেখিলাম, তিনিই প্রথম শহীদ ব্যক্তি এবং তাঁহাকে অন্য আরেক ব্যক্তির সাথে একই কবরে দাফন করিলাম। -বুখারী
كتاب الفضائل والشمائل
وَعَن جَابر قَالَ: لَمَّا حَضَرَ أُحُدٌ دَعَانِي أَبِي مِنَ اللَّيْلِ فَقَالَ مَا أُرَانِي إِلَّا مَقْتُولًا فِي أَوَّلِ مَنْ يُقْتَلُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنِّي لَا أَتْرُكُ بَعْدِي أَعَزَّ عَلَيَّ مِنْكَ غَيْرَ نَفْسِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ عَلَيَّ دَيْنًا فَاقْضِ وَاسْتَوْصِ بِأَخَوَاتِكَ خَيْرًا فَأَصْبَحْنَا فَكَانَ أَوَّلَ قَتِيلٍ وَدَفَنْتُهُ مَعَ آخَرَ فِي قبر رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
হযরত জাবেরের পিতা আবদুল্লাহ্ যে এই যুদ্ধে শহীদ হইবেন এবং তিনিই হইবেন সেই যুদ্ধে প্রথম শহীদ, ইহা পূর্বেই জানাইয়া দেওয়াই হইল তাঁহার কারামত। হযরত আবদুল্লাহ্ সাথে যাঁহাকে একই কবরে দাফন করা হইয়াছিল, তিনি হইলেন; হযরত আমর ইবনে জমূহ । আর তিনি ছিলেন জাবেরের পিতার বন্ধু ও জাবেরের ভগ্নিপতি। এই আমরই ছিলেন বদর যুদ্ধে আবু জাহলের হন্তা। এই হাদীস হইতে বুঝা গেল, প্রয়োজনে এক কবরে একাধিক ব্যক্তিকে দাফন করা জায়েয আছে।