মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯৫০
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - কারামাত সম্পর্কে বর্ণনা
৫৯৫০। হযরত আবুল জাওযা (রহঃ) বলেন, একবার মদীনাবাসীগণ ভীষণ অনাবৃষ্টির কবলে পতিত হইলেন, তখন তাঁহারা হযরত আয়েশা (রাঃ)-এর নিকট এই বিপদের কথা উল্লেখ করিলেন। তিনি বলিলেন, তোমরা নবী (ﷺ)-এর কবরে যাও এবং তাঁহার হুজরার ছাদের আকাশের দিকে কয়েকটি ছিদ্র করিয়া দাও; যেন তাঁহার এবং আসমানের মধ্যখানে কোন আড়াল না থাকে। অতঃপর লোকেরা গিয়া তাহাই করিল। ইহাতে প্রবল বৃষ্টি বর্ষণ হইল। এমন কি যমীনে প্রচুর ঘাস জন্মিল এবং উটগুলি খুব মোটা-তাজা ও চর্বিদার হইয়া উঠিল। এই জন্য লোকেরা সেই বৎসরকে “আমাল ফতক” (পশুপালের হৃষ্টপুষ্ট হওয়ার বৎসর) নামে আখ্যায়িত করিল। —দারেমী
كتاب الفضائل والشمائل
وَعَنْ أَبِي الْجَوْزَاءِ قَالَ: قُحِطَ أَهْلُ الْمَدِينَةِ قَحْطًا شَدِيدًا فَشَكَوْا إِلَى عَائِشَةَ فَقَالَتْ: انْظُرُوا قبر النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فاجعلوا مِنْهُ كُوًى إِلَى السَّمَاءِ حَتَّى لَا يَكُونَ بَيْنَهُ وَبَيْنَ السَّمَاءِ سَقْفٌ فَفَعَلُوا فَمُطِرُوا مَطَرًا حَتَّى نَبَتَ الْعُشْبُ وَسَمِنَتِ الْإِبِلُ حَتَّى تَفَتَّقَتْ مِنَ الشَّحْمِ فَسُمِّيَ عَامَ الْفَتْقِ. رَوَاهُ الدَّارِمِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান