মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯৫৪
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ - কারামাত সম্পর্কে বর্ণনা
৫৯৫৪। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, একবার হযরত ওমর (রাঃ) একদল সৈন্য (নাহাওন্দ) অভিযানে প্রেরণ করিলেন । আর সারিয়া (ইবনে যানীম) নামক এক ব্যক্তিকে সেই দলের সেনাপতি নিযুক্ত করিলেন। তখন একদিন হযরত ওমর (রাঃ) মসজিদে নববীতে খুতবা দিতেছিলেন। হঠাৎ তিনি খুতবার মাঝখানে খুব উচ্চ স্বরে বলিয়া উঠিলেন, “ইয়া সারিয়া আল-জাবাল!” এই ঘটনার কয়েকদিন পরে উক্ত সেনাদলের তরফ হইতে একজন বার্তাবাহক মদীনায় আগমন করিল। সে বলিল, হে আমীরুল মু'মেনীন! আমরা শত্রুদের সম্মুখীন হইলে (প্রথমে) তাহারা আমাদিগকে পরাস্ত করে। এমন সময় হঠাৎ জনৈক ঘোষণাকারীর “ইয়া সারিয়া আল-জাবাল” উচ্চ শব্দ শুনিতে পাই, তৎক্ষণাৎ আমরা (নিকটস্থ) পাহাড়টিকে পশ্চাতে রাখিয়া শত্রুর মুকাবিলা করিতে থাকি। অবশেষে আল্লাহ্ তা'আলা তাহাদিগকে পরাস্ত করেন।—বায়হাকী দালায়েলুন নবুওত গ্রন্থে।
كتاب الفضائل والشمائل
وَعَن ابْن عمر أَنَّ عُمَرَ بَعَثَ جَيْشًا وَأَمَّرَ عَلَيْهِمْ رَجُلًا يُدْعَى سَارِيَةَ فَبَيْنَمَا عُمَرُ يَخْطُبُ فَجَعَلَ يَصِيحُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ لَقِيَنَا عَدُوُّنَا فَهَزَمُونَا فَإِذَا بِصَائِحٍ يَصِيحُ: يَا سَارِيَ الْجَبَلَ. فَأَسْنَدْنَا ظُهُورَنَا إِلَى الْجَبَلِ فَهَزَمَهُمُ اللَّهُ تَعَالَى رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي دَلَائِل النُّبُوَّة

হাদীসের ব্যাখ্যা:

ইহা ছিল সুদূর মদীনা হইতে যুদ্ধক্ষেত্রে সেনাদলের প্রতি হযরত ওমর (রাঃ)-এর নির্দেশবাণী। অর্থ, হে সারিয়া! পাহাড়ের গায়ের সাথে মিশিয়া যাও এবং পাহাড়কে প্রতিরক্ষা হিসাবে পশ্চাতে রাখ। —ইহা যে ওমর ফারুকের খোদাপ্রদত্ত কাশফ ও বিরাট কারামতের বহিঃপ্রকাশ তাহা বলার অপেক্ষা রাখে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান