মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৯৫৭
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর ওফাতের পর সাহাবীদের মক্কাহ্ হতে হিজরত করা সম্পর্কে
৫৯৫৭। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তাহার অন্তিমকালে) মিম্বরের উপর বসিয়া বলিলেনঃ আল্লাহ্ তা'আলা তাহার এক বান্দাকে দুনিয়ার ভোগ-বিলাস ও আল্লাহর নিকট রক্ষিত নিয়ামত, এই দুইটির মধ্যে (যে কোন একটি গ্রহণ করিবার) এখতিয়ার দিয়াছেন। তখন ঐ বান্দা আল্লাহর নিকট (রক্ষিত) নিয়ামতকে (গ্রহণ করাই পছন্দ করিয়াছে। (রাবী বলেন, এই কথা শুনিয়া আবু বকর কাদিতে লাগিলেন এবং বলিলেন, (হে আল্লাহর রাসূল।) আমাদের পিতা ও মাতাকে আপনার জন্য উৎসর্গ করিলাম। রাবী বলেন, (তাহাকে কাঁদিতে দেখিয়া) আমরা আশ্চর্যান্বিত হইলাম এবং লোকেরা বলিতে লাগিল, এই বৃদ্ধের প্রতি লক্ষ্য কর, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোন একজন বান্দা সম্পর্কে খবর দিতেছেন যে, তাহাকে দুনিয়ার ভোগ-বিলাস অথবা আল্লাহর কাছে রক্ষিত নিয়ামত, এই দুইটি জিনিসের মধ্যে যে কোন একটি গ্রহণ করিবার এখতিয়ার দিয়াছেন এবং এই ব্যক্তি বলিতেছেন, আমরা আমাদের পিতা-মাতাকে আপনার উপর কোরবান করিতেছি। (রাবী বলেন,) এবং পরে আমরা বুঝিতে পারিলাম, সেই এখতিয়ারপ্রাপ্ত বান্দা ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর ছিলেন আমাদের সকলের চাইতে অধিক জ্ঞানী। মোত্তাঃ
كتاب الفضائل والشمائل
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيُّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ: «إِنَّ عَبْدًا خَيَّرَهُ اللَّهُ بَيْنَ أَنْ يُؤْتِيَهُ مِنْ زَهْرَةِ الدُّنْيَا مَا شَاءَ وَبَيْنَ مَا عِنْدَهُ فَاخْتَارَ مَا عِنْدَهُ» . فَبَكَى أَبُو بَكْرٍ قَالَ: فَدَيْنَاكَ بِآبَائِنَا وَأُمَّهَاتنَا فعجبنا لَهُ فَقَالَ النَّاس: نظرُوا إِلَى هَذَا الشَّيْخِ يُخْبِرُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَبْدٍ خَيَّرَهُ اللَّهُ بَيْنَ أَنْ يُؤْتِيَهُ مِنْ زَهْرَةِ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ وَهُوَ يَقُولُ: فَدَيْنَاكَ بِآبَائِنَا وَأُمَّهَاتِنَا فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ الْمُخَير وَكَانَ أَبُو بكر هُوَ أعلمنَا. مُتَّفق عَلَيْهِ