মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৯৬৮
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর ওফাতের পর সাহাবীদের মক্কাহ্ হতে হিজরত করা সম্পর্কে
৫৯৬৮। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহার অন্তিম রোগের সময় একদা আমরা মসজিদে বসা ছিলাম, তখন তিনি তাঁহার মাথায় একখানা কাপড় বাঁধা অবস্থায় বাহির হইয়া আমাদের সম্মুখে আসিলেন এবং সরাসরি মিম্বরে গিয়া বসিলেন। আর আমরাও তাঁহার অনুসরণে নিকটে গিয়া বসিলাম। অতঃপর তিনি বলিলেনঃ আমি সেই মহান সত্তার কসম করিয়া বলিতেছি, যাঁহার হাতে আমার প্রাণ। নিশ্চয় আমি আমার এই স্থান হইতে হাউযে কাউসার দেখিতে পাইতেছি। তারপর বলিলেন, আল্লাহর কোন এক বান্দার সম্মুখে দুনিয়া ও উহার সাজসজ্জা উপস্থিত করা হয়; কিন্তু সে পরকালকে অগ্রাধিকার দেয়। হযরত আবু সাঈদ বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর এই কথাটির তাৎপর্য হযরত আবু বকর (রাঃ) ব্যতীত আর কেহই বুঝিতে পারেন নাই। সাথে সাথে তাঁহার চক্ষুদ্বয় হইতে অশ্রু প্রবাহিত হইতে লাগিল এবং তিনি কাঁদিয়া দিলেন। অতঃপর বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্ ! বরং আমরা আমাদের পিতা-মাতা ও আমাদের জান-মালসমূহ আপনার জন্য উৎসর্গ করিতেছি। হযরত আবু সাঈদ বলেন, তারপর তিনি মিম্বর হইতে নামিয়া আসিলেন এবং এ যাবৎ আর কখনও তিনি উহার উপর দাঁড়ান নাই। — দারেমী
كتاب الفضائل والشمائل
وَعَن أبي سعيد الْخُدْرِيّ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ وَنَحْنُ فِي الْمَسْجِدِ عَاصِبًا رَأْسَهُ بِخِرْقَةٍ حَتَّى أَهْوَى نَحْوَ الْمِنْبَرِ فَاسْتَوَى عَلَيْهِ وَاتَّبَعْنَاهُ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي؟ لَأَنْظُرُ إِلَى الْحَوْضِ مِنْ مَقَامِي هَذَا» ثُمَّ قَالَ: «إِنَّ عَبْدًا عُرِضَتْ عَلَيْهِ الدُّنْيَا وَزِينَتُهَا فَاخْتَارَ الْآخِرَةَ» قَالَ: فَلَمْ يَفْطِنْ لَهَا أَحَدٌ غَيْرُ أَبِي بَكْرٍ فَذَرَفَتْ عَيْنَاهُ فَبَكَى ثُمَّ قَالَ: بَلْ نَفْدِيكَ بِآبَائِنَا وأمَّهاتِنا وأنفسنا وأموالِنا يَا رسولَ الله قَالَ: ثُمَّ هَبَطَ فَمَا قَامَ عَلَيْهِ حَتَّى السَّاعَة. رَوَاهُ الدَّارمِيّ