মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯৭৫
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - অধ্যায় [রাসূলুল্লাহ (সা.) কোন প্রকার আর্থিক ওয়াসিয়্যাত করেননি- মর্মে আলোচনা]
৫৯৭৫। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন (আমার ওফাতের পরে) আমার ওয়ারিসগণ দীনার ভাগ-বণ্টন করিবে না। আমি যাহা রাখিয়া যাইব, বিবিদের খোরপোষ এবং আমার আমেলের খরচের পর তাহা (মুসলমানদের জন্য) সদকা। — মোত্তাঃ
كتاب الفضائل والشمائل
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَقْتَسِمُ وَرَثَتِي دِينَارًا مَا تَرَكْتُ بَعْدَ نَفَقَةِ نِسَائِي وَمُؤْنَةِ عَامِلِي فَهُوَ صَدَقَةٌ» . مُتَّفَقٌ عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

مؤنة عاملي “আমার আমেলের খরচ” —ইহা দ্বারা বুঝান হইয়াছে যে, পরবর্তী খলীফা এবং শাসক সরকারী দায়িত্ব পালনে নিয়োজিত অবস্থায় ইহা হইতে ব্যয় করিবেন এবং যেভাবে নবী (ﷺ) বিবিদের বাৎসরিক খরচ প্রদান করিতেন, সেইভাবে উহার আমদানী হইতে তাঁহাদের খরচ আদায় করা হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান