মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৫৯৯৩
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৫৯৯৩। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সাকীফ গোত্রে এক চরম মিথ্যাবাদী এবং আর এক ধ্বংসকারীর জন্ম হইবে। অধঃস্তন রাবী আব্দুল্লাহ ইবনে ইসমা বলেন, মানুষের কাছে প্রকাশ—সেই মিথ্যাবাদী হইল মোখতার ইবনে আবু উবায়দ। (সে এক সময় কুফায় নবুওতের দাবী করিয়াছিল এবং বলিয়াছিল, হযরত জিবরাঈল তাহার কাছে ওহী লইয়া আসেন।) আর ধ্বংসকারী হইল হাজ্জাজ ইবনে ইউসুফ। হেশাম ইবনে হাসসান বলিয়াছেন, লোকেরা শুমার করিয়া দেখিয়াছে; হাজ্জাজ যেই সমস্ত লোকদিগকে (যুদ্ধের ময়দান ব্যতীত) শুধু কয়েদ করিয়া হত্যা করিয়াছে, উহার সংখ্যা এক লক্ষ বিশ হাজার। – তিরমিযী
كتاب المناقب
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِي ثَقِيفٍ كَذَّابٌ وَمُبِيرٌ» قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عِصْمَةَ يُقَالُ: الْكَذَّابُ هُوَ الْمُخْتَارُ بْنُ أَبِي عُبَيْدٍ وَالْمُبِيرُ هُوَ الْحَجَّاجُ بْنُ يُوسُفَ وَقَالَ هِشَامُ بْنُ حَسَّانَ: أَحْصَوْا مَا قَتَلَ الْحَجَّاجُ صَبْرًا فَبَلَغَ مِائَةَ ألفٍ وَعشْرين ألفا. رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান