মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০০২
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
তৃতীয় অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৬০০২। আব্দুল্লাহ্ ইবনে মুতী (রহঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, আজিকার পর হইতে কিয়ামত পর্যন্ত কোন কোরাইশীকে বন্দী অবস্থায় হত্যা করা যাইবে না। —মুসলিম
كتاب المناقب
اَلْفصْلُ الثَّالِثُ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُطِيعٍ عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَوْمَ فَتْحِ مَكَّةَ: «لَا يُقْتَلُ قُرَشِيٌّ صَبْرًا بَعْدَ هَذَا الْيَوْمِ إِلَى يَوْمِ الْقِيَامَة» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের শব্দ صبرا এর মর্মার্থ হইল, ইহার পর হইতে কোন কোরাইশী মুরতাদ হওয়ার অপরাধে নিহত হইবে না। অবশ্য কেসাসস্বরূপ কতল এবং যুদ্ধের ময়দানে নিহত হইতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান