মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০১১
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সাহাবায়ি কিরাম (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০১১। আর মুসলিমের এক রেওয়ায়তে হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, অতঃপর এমন লোক তাহাদের স্থলাভিষিক্ত হইবে, যাহারা স্থূলদেহী হওয়া পছন্দ করিবে।
كتاب المناقب
وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ: «ثُمَّ يخلف قوم يحبونَ السمانة»