মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০১৬
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - সাহাবায়ি কিরাম (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০১৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে বুরায়দা (রাঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই যমীনে আমার কোন একজন সাহাবী ইনতেকাল করিবেন, কিয়ামতের দিন তাহাকে এইভাবে উঠান হইবে যে, তিনি সেই যমীনের অধিবাসীগণকে জান্নাতের দিকে টানিয়া লইয়া যাইবেন এবং তিনি হইবেন তাহাদের জন্য আলো। —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব। আর ইবনে মাসউদের হাদীস لَا يُبَلِّغُنِي أَحَدٌ হিফযুল লেসান অধ্যায়ে বর্ণিত হইয়াছে।
كتاب المناقب
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ أَحَدٍ مِنْ أَصْحَابِي يَمُوتُ بِأَرْضٍ إِلَّا بُعِثَ قَائِدًا وَنُورًا لَهُمْ يَوْمِ الْقِيَامَةِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَذُكِرَ حَدِيثَ ابْنِ مَسْعُودٍ «لَا يُبَلِّغُنِي أَحَدٌ» فِي بَاب «حفظ اللِّسَان»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০১৬ | মুসলিম বাংলা