মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৩২
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক (রাঃ) -এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৩২। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ (কিয়ামতের দিন) যমীন ফাটিয়া যাহারা উত্থিত হইবে, তাহাদের মধ্যে আমি হইব প্রথম, তারপর আবু বকর, তারপর ওমর। অতঃপর আমি জান্নাতুল বাকী কবরস্থানবাসীদের নিকট আসিব এবং তাহাদের সকলকে আমার সহিত একত্রিত করা হইবে। ইহার পর আমি মক্কাবাসীদের আগমনের অপেক্ষা করিব। পরিশেষে উভয় হারামাইনের তথা মক্কা ও মদীনার মধ্যবর্তী সকলকে আমার সহিত একত্রিত করা হইবে। —তিরমিযী
كتاب المناقب
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا أَوَّلُ مَنْ تَنْشَقُّ عَنْهُ الْأَرْضُ ثُمَّ أَبُو بَكْرٍ ثُمَّ عُمَرُ ثُمَّ آتِي أَهْلَ الْبَقِيعِ فَيُحْشَرُونَ مَعِي ثُمَّ أَنْتَظِرُ أَهْلَ مَكَّةَ حَتَّى أحشرَ بَين الْحَرَمَيْنِ» . رَوَاهُ التِّرْمِذِيّ