মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৪১
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৪১। ইবনে ওমরের এক রেওয়ায়তে আছে—অতঃপর ইবনুল খাত্তাব বালতিটা আবু বকরের হাত হইতে নিজের হাতে লইলেন। বালতিটি তাহার হাতে পৌঁছিয়াই বৃহদাকারে পরিণত হইয়া গেল। আর আমি কোন শক্তিশালী নওজোয়ানকেও দেখি নাই ওমরের ন্যায় পানি টানিয়া তুলিতে। এমন কি তিনি এত অধিক পরিমাণ পানি তুলিলেন যে, তাহাতে সমস্ত লোক পরিতৃপ্ত হইয়া গেল এবং পানির প্রাচুর্যের কারণে লোকেরা ঐ স্থানকে উটশালা বানাইয়া লইল। মোত্তাঃ
كتاب المناقب
وَفِي رِوَايَةِ ابْنِ عُمَرَ قَالَ: «ثُمَّ أَخَذَهَا ابْنُ الْخَطَّابِ مِنْ يَدِ أَبِي بَكْرٍ فَاسْتَحَالَتْ فِي يَدِهِ غَرْبًا فَلَمْ أَرَ عَبْقَرِيًّا يَفْرِي فَرْيَهُ حَتَّى رَوِيَ النَّاسُ وَضَرَبُوا بعَطَنٍ» . مُتَّفق عَلَيْهِ