মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৫১
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
তৃতীয় অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৫১। হযরত ইবনে ওমর (রাঃ)-এর এক রেওয়ায়তে আছে, হযরত ওমর (রাঃ) বলিলেন, তিন ব্যাপারে আমি আমার রবের সহিত ঐক্যমত হইয়াছি। (১) মাকামে ইবরাহীমের ব্যাপারে। (২) পর্দার ব্যাপারে। (৩) বদরের কয়েদীদের ব্যাপারে। —মোত্তাঃ
كتاب المناقب
وَفِي رِوَايَةٍ لِابْنِ عُمَرَ قَالَ: قَالَ عُمَرُ: وَافَقْتُ رَبِّي فِي ثَلَاثٍ: فِي مَقَامِ إِبْرَاهِيمَ وَفِي الْحِجَابِ وَفِي أُسَارَى بَدْرٍ. مُتَّفق عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান